29 C
Kolkata
Thursday, July 25, 2024
spot_img

দলমা হাতির উৎপাত ঠেকাতে ও সঠিক লোকসান চিহ্নিত করনে লালগড় ব্লকে বনদফতরের নয়া উদ্যোগ

সন্দীপ ঘোষ, ঝাড়গ্রাম :

দলমা হাতির উৎপাত ঠেকাতে ও সঠিক লোকেসান চিহ্নিত করনে লালগড় ব্লকে বনদফতরের নয়া উদ্যোগ। এদিন লালগড় ব্লকে নিয়ে আসা হল ট্রাকে করে তিনটি কুন্তী হাতি।

বনদফতর সুত্রে জানা যায়, এই তিনটি কুন্তী হাতির পিঠে করে ঘুমপাড়ানির গুলি বিশেষজ্ঞরা জঙ্গলে ঘুরে বেড়াবে। জঙ্গলে দলমার হাতি আসার আভাস পেলে প্রথম দিকে আসা হাতিদের দুএকটিকে ঘুমপাড়ানির গুলি মারা হবে পরে ঘুমন্ত ঐ দাঁতাল হাতির শরীরে লাগিয়ে দেওয়া হবে রেডিওকলার। দাঁতাল হাতি হুশ ফিরে যখন দলে ভিড়বে তখন সেই হাতির দলের লোকেশান অনায়াসে জেনে যাবে বনদফতর। এই ভাবে বিভিন্ন জঙ্গলগুলিতে দলমার হাতির মুভমেন্ট জেনে নিয়ে জঙ্গল লাগোয়া মানুষকে সতর্কীকরণ এর পাশাপাশি হুলাপার্টি দিয়ে হাতিদের নজরে রাখা সম্ভব হবে।বনদফতরের এই অভিনব পন্থা দিয়ে আগামী দিনে হাতির ফসলের, ঘরবাড়ীর ক্ষয়ক্ষতি ও মানুষ হাতি উভয়েরই মৃত্যু ঠেকানো যাবে বলে আশা করা যায়।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles