ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
প্রজাতন্ত্র দিবসে ভারতে প্রথম গুগল অ্যানড্রয়েড গো (ওরিয় এডিশন)-এর স্মার্ট ফোন আনতে চলেছে মাইক্রোম্যাক্স। মূলত এ মাসের শেষেই বাজারে আসতে চলেছে এই ফোন। উল্লেখ্য এটিই ভারতের প্রথম অ্যানড্রয়েড গো এর স্মার্ট ফোন। আর তাই সংস্থার তরফ থেকে এর নাম দেওয়া হয়েছে ‘ভারত গো’।
এই ফোনের বিশেষত্ব হল অন্যান্য অ্যানড্রয়েড ফোনের তুলনায় এই অ্যানড্রয়েড ফোনটির গুগলের অ্যাপসগুলো ১৫% দ্রুত কাজ করবে। এমনকি গুগল অ্যাপসগুলির উন্নততর ভার্সন এবার গুগুল প্লে স্টোরেই পাওয়া যাবে। কম ক্ষমতাসম্পন্ন ফোনেও এটি ভাল কাজ করবে।
কেবলমাত্র তাই নয় এবার থেকে আগে থেকে ফোনে ইনস্টল করা থাকবে গুগল অ্যাপসগুলোর এবং আগের থেকে ৫০% কম জায়গা নেবে। গুগল অ্যানড্রয়েড গো—এর এই প্ল্যাটফর্মে অ্যাপসগুলোর নামও পাল্টে যাচ্ছে, যেমন ইউটিউব গো, গুগল ম্যাপস গো, জিমেল গো ইত্যাদি।
সংস্থার তরফে জানানো হয়েছে এই ফোনের দাম ৫০০০ নিচেই হবে। ১ জিবি র্যাম ও ৮ জিবি ইন্টারনাল স্পেস নিয়ে আগামী ২৬ জানুয়ারি বাজারে আসতে চলেছে মাইক্রোম্যাক্সের নতুন ‘ভারত গো’।