37 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

মৃত সাংবাদিকের দেহ ময়লার গাড়িতে আনায় প্রশ্নের মুখে পুলিশ

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

বাইক দুর্ঘটনার জেরে মৃত সাংবাদিকের দেহকে ময়লার গাড়িতে করে আনার কারণে প্রশ্নের মুখে পড়েছে কর্ণাটকের পুলিশ ৷ এই ঘটনার প্রতিবাদ করেছেন মৃত সাংবাদিকের পরিবারের সদস্যসহ সাংবাদিকতার সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষজন৷ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের গুনডুরু এলাকায় ৷

মূলত কাজ শেষে বাড়িতে ফিরছিলেন ২৮ বছর বয়সি সাংবাদিক মৌনেশ পোথারাজ ৷ হঠাৎই তাঁর বাইক ধাক্কা মারে রাস্তার একটি গাছে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ দুর্ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ৷ এরপর দেহটিকে একটি ময়লার গাড়িতে চড়িয়ে আনা হয় স্থানীয় হাসপাতালে ৷ পুলিশের এই ধরণের আমানবিক আচরণের সমালোচনা করে প্রতিবাদ জানান মৃতের পরিবার ও সাংবাদিক জগতের সঙ্গে যুক্ত মানুষেরা ৷

এক্ষেত্রে দায়িত্বে থাকা পুলিশ অফিসারেরা জানিয়েছেন, 'আমাদের গ্রামে সব সময় অ্যাম্বুলেন্স পাওয়া সম্ভব নয় ৷ সেক্ষেত্রে এরকম অবস্থায় আমরা গ্রামের যানবাহনের সাহায্যেই কাজ করে থাকি ৷ সেই সময়ই এই গাড়িটিই উপলব্ধ ছিল ৷ সেই কারণেই এই ধরণের গাড়ি ব্যবহার করা হয়েছে ৷'

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles