28 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

বাংলাদেশে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, বিভিন্ন স্থানে বন্যার আশঙ্কা

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ

ষড়ঋতুর দেশ বাংলাদেশে পঞ্জিকার হিসেবে এখনও বর্ষাকাল শুরু হয়নি। আজ ২১ শে জৈষ্ঠ। আষাঢ়-শ্রাবণ বর্ষাকাল। ইতিমধ্যেই প্রকৃতিতে বর্ষার আমেজ শুরু হয়ে গেছে। প্রায় প্রতিদিনই বাংলাদেশের রাজধানী সহ সারাদেশেই বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। খাল-বিল, নদী-নালায় পানি বাড়তে শুরু করেছে।

মে মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ১৪ দশমিক ৩ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে, তবে সিলেট ও রংপুর বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। এ অবস্থায় আবহাওয়া অধিদফতর চলতি জুন মাসে মৌসুমী বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন স্থানে স্বল্প ও মধ্যমেয়াদি বন্যার আশঙ্কার কথা জানিয়েছে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, জুন মাসের মাঝামাঝি নাগাদ সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বিস্তার লাভ করবে। চলতি মাসে মৌসুমী (বর্ষাকাল) বৃষ্টিপাতের কারণে দেশে উত্তর, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্প থেকে মধ্য মেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য স্থানে নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকবে।

৪ ঠা জুন সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে। সেখানে ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময়ে ঢাকায় ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এদিন সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের পূর্বভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। বর্তমান পরিস্থিতি দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার অনুকূলে রয়েছে। পশ্চিমা লঘুচাপ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমী বায়ু বিস্তার লাভ অব্যাহত থাকায় আগামী দিনগুলোতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles