29 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

বালুরঘাট নাট্যকর্মীর নাট্য বিষয়ক কর্মশালা

পল মৈত্র, দক্ষিন দিনাজপুরঃ

বালুরঘাটের নাট্য সংস্থা বালুরঘাট নাট্যকর্মী তাদের আগামী নাটক মঞ্চায়নের উদ্দেশ্যে বালুরঘাট নাট্য তীর্থ মঞ্চে এক নাট্য বিষয়ক কর্মশালার আয়োজন করেছে। কর্মশালাটি গত ২রা জুন থেকে শুরু হয়েছে চলবে ৫ই জুন পর্যন্ত। কর্মশালাটি নাট্যকর্মী রবীন্দ্রনাথ ঠাকুরের চারটি গল্প নিয়ে তৈরী তাদের আগামী নাটক "অন্যজন্ম" কে মঞ্চ সফল করার জন্যই আয়োজন করেছে।

নাটকটি রচনা ও মঞ্চ তৈরী করেছেন প্রখ্যাত নাট্যকার অভি চক্রবর্তী। নির্দেশনা করেছেন অমিত সাহা। নাটকটির রচনাকার অভি চক্রবর্তী বলেন এই নাটকটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের চারটি গল্প অবলম্বনে লিখেছেন। তাছাড়া নাটকের মঞ্চ,আলো,পোষাক, আবহ সংগীতের কিছুটা ধারনাও তিনি দিয়েছেন।

নাটকের নির্দেশক অমিত সাহা বলেন, অভি চক্রবর্তীর মত বড় মাপের নাট্যকারের সাথে কাজ করতে পেরে তারা গর্বিত । তারা আশা করছেন যে তাদের শেষ দুটি নাটক "দ্রোহ" আর "আজীর আজও" এর মত এই নাটকটিও দর্শকদের মন জয় করে নেবে।

অমিত বাবু আর জানান, দেবস্মিতা দে, শিল্প কর্মকার, সন্তু রায়, পিউ সরকার, সুচেতনা ব্যানার্জীর মত বালুরঘাটের বহু চর্চিত শিল্পীরা সহ ২৩ জন শিল্পী এই নাটকে অংশ গ্রহন করছেন।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles