ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ
কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে নিজেদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে সম্মত হয়েছে চীন ও রাশিয়া। ৪ ঠা জুন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বেইজিংয়ে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও তার রুশ সমকক্ষ সের্গেই ল্যাভরভের মধ্যে এক বৈঠকে ওই মতৈক্য হয়। দুই পররাষ্ট্রমন্ত্রী উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শত্রুতা ও বিদ্বেষ কমিয়ে আনতেও প্রচেষ্টা চালাতে সম্মত হন।
বৈঠকে ওয়াং ই এবং ল্যাভরভ কোরীয় উপদ্বীপের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন এবং সেখানে টেকসই শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত অর্থনৈতিক জোট ব্রিক্সের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের অবকাশে দুই পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ৫ দেশের নামের প্রথম অক্ষর নিয়ে এই জোটের নামকরণ করা হয়েছে ব্রিক্স।
প্রসঙ্গগত ২০০১ সালে দক্ষিণ আফ্রিকাকে ছাড়া বাকি চার দেশ এই অর্থনৈতিক জোট গঠন করে এবং তখন এর নাম ছিল ব্রিক। পরে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে এটির শেষে ‘এস’ অক্ষরটি যুক্ত করে এর নাম ‘ব্রিক্স’ রাখা হয়।