33 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

বাংলাদেশের শাহবাগে গণজাগরণের সমাবেশে পুলিশের বাধা

মিজান রহমান, ঢাকা:

দেশে মাদকবিরোধী অভিযানে ‘বিনা বিচারে হত্যা’র প্রতিবাদে শাহবাগে সমাবেশ করতে গিয়ে পুলিশের বাধার কারণে তা করতে পারেনি গণজাগরণ মঞ্চ। ‘নির্বিচারে মানুষ খুনের বিরুদ্ধে জাগো বাংলাদেশ’ স্লোগান নিয়ে ৩ রা জুন বিকালে শাহবাগে এই কর্মসূচি করতে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার মঞ্চের নেতা-কর্মীদের নিয়ে উপস্থিত হয়েছিলেন। কিন্তু সমাবেশ করতে না পারার পর তিনি প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের বলেন, ‘সরকারের আচরণে মনে হচ্ছে, দেশে একনায়কতান্ত্রিক শাসন চলছে। তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়।

গণজাগরণ মঞ্চকে সমাবেশ করতে না দেওয়ার বিষয়ে ডিএমপির রমনা জোনের উপ-কমিশনার আজিমুল হক সাংবাদিকদের বলেন, প্রতিবাদ সমাবেশের অনুমতি ছিল না। এজন্য তাদেরকে সমাবেশ না করার জন্য অনুরোধ করা হয়েছে। এরপর ইমরান একই দাবিতে আগামী ৬ ই জুন বিকাল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘পুলিশের সকল ধরনের প্রক্রিয়া মেনে’ পুনরায় সমাবেশের ঘোষণা দেন। ইমরান বলেন, ‘গত কয়েকদিন ধরে সুনির্দিষ্ট অভিযোগ ও তদন্ত ছাড়াই শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে। বিনা বিচারে ভুল মানুষকে হত্যা করা হচ্ছে।’

মাদকবিরোধী অভিযানের সমর্থন রয়েছে জানিয়ে তিনি বলেন, এই অভিযানে আমাদের সমর্থন আছে। তবে যত বড় অপরাধীই হোক বিচার ছাড়া কোনো মানুষকে হত্যা করা হোক, এটা চাই না। তাই সরকারকে বিচার বহির্ভূত হত্যাকান্ড- থেকে সরে আসার আহ্বান জানাই।

অন্যদিকে ‘বিচার বহির্ভূত হত্যাকান্ড’ বন্ধের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’। ৩ রা জুন দুপুর সাড়ে ১২টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles