ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
নিরপত্তা ব্যবস্থা সুরক্ষিত করতে এবার ড্রোন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। ইতিমধ্যেই রেল মন্ত্রক থেকে দেশের প্রতিটি জোনকে এই ক্যামেরা কেনার নির্দেশ দেওয়া হয়েছে । নির্দেশ পাওয়া মাত্রই পশ্চিম-মধ্য রেলজোন ড্রোন ক্যামেরা কিনে তা ব্যবহারও শুরু করেছে।
মূলত, নিরাপত্তা ও রেললাইনের উপরে নজরদারি বাড়াতেই এই ড্রোন কেনার সিদ্ধান্ত নিয়েছে রেল। এছাড়াও বিভিন্ন এলাকায় কাজের গতি প্রকৃতি দেখার জন্যও ব্যবহার করা হবে এই ড্রোন ক্যামেরা।
প্রসঙ্গগত কয়েক বছর ধরে ভারতীয় রেল, পরিকাঠামোর উন্নয়নে ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে জোর দিয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন স্টেশনগুলিকে ওয়াই-ফাই পরিষেবার সঙ্গে যুক্ত করা হয়েছে। এবার সেই তালিকায় আনা হচ্ছে ড্রোনও।