36 C
Kolkata
Saturday, April 20, 2024
spot_img

চার বছর পর দশের কোঠায় রেকর্ড গড়ল শীত

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

চার বছর পর দশের কোঠায় থাকল সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ এদিনের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াল ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতার থেকে ঠান্ডায় আরও কেঁপেছে রাজ্যের অন্যান্য জেলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নতুন বছরে রোজ একটু একটু করে নামছে পারদ। সপ্তাহের প্রথম দিনে আরও কিছুটা নেমে ১০.৫-থামল পারদের মান। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। এমনকী দিনের তাপমাত্রাও খুব বেশি বাড়বে না। সর্বোচ্চ তামপাত্রা ২৩.৭ ডিগ্রি থাকবে। যার ফলে আরও একটি শীতলতম দিনের রেকর্ড গড়ল শীত।

আলিপুর আবহাওয়া দফতর সুত্রে খবর, আগামী দু-তিন দিন তাপমাত্রা এমনই থাকার সম্ভাবনা। এমনকী সামান্য হলে পারদ নামতেও পারে। পরিসংখ্যান বলছে গত চার বছরে তাপমাত্রা কখনই এতটা নামেনি। ২০১৩ সালের ৯ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি। আবহবিদদের ব্যাখ্যা জাঁকিয়ে শীতের জন্য যে যে অনুকূল পরিবেশ দরকার হয় তার প্রত্যেকটি এখন বজায় রয়েছে।

অপরদিকে মহানগরে পাশাপাশি কনকনে ঠান্ডায় একেবারে জবুথবু গোটা রাজ্যে। বাঁকুড়ায় সকাল থেকে কুয়াশা। পশ্চিমাঞ্চলের এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮.৬ ডিগ্রি। মালদায় দিনের তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি কম। জলপাইগুড়ির একই অবস্থা। কৃষ্ণনগরের পারদ নেমেছে ৭ ডিগ্রিতে আসানসোল ৭.১ এবং বর্ধমান ৭.৮ ডিগ্রি।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles