ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
নোয়াপাড়ায় মঞ্জু বসুর নাম বদল করে সেখানে ব্যারাকপুর জেলা বিজেপির সভাপতি সন্দীপ সরকারের নাম ঘোষণা করা হল। পাশাপাশি উলুবেড়িয়ায় বিজেপির প্রার্থী হলেন অনুপম মল্লিক। তিনি হাওড়ার গ্রামীণ জেলা সভাপতি। মূলত এই দুজনেই আরএসএস ঘনিষ্ঠ বলেই দাবী বিজেপির।
বর্তমানে এই দুই নাম নিয়েই বিজেপির অন্দরে চলছিল টানাপোড়েন। কারন প্রথমে মুকুল রায় চান তৃণমূলের প্রাক্তন বিধায়ক মঞ্জু বসুকে প্রার্থী করা হোক নোয়াপাড়া থেকে। তা নিয়ে উদ্যোগী হন মুকুল। কিন্তু প্রার্থীর নাম ঘোষণা করার পর মঞ্জু বসু নিজেই পিছিয়ে যান। মুখ পোড়ে বিজেপির।
অপরদিকে দিলীপ ঘোষরা অনুপম মল্লিককে প্রার্থী করতে চাইলেও, মুকুল চেয়েছিলেন কোনও তারকা মুখকে উলুবেড়িয়ায় প্রার্থী করতে। সেই তালে তাল মিলিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।
আর সেই লক্ষ্যেই গায়ক অভিজিৎকে রাজি করাতে মুম্বই পর্যন্ত ছুটে যান বিজেপি নেতারা। কিন্তু রাজি হননি অভিজিৎ। শেষ পর্যন্ত কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার গৌতমমোহন চক্রবর্তীকেও প্রার্থী করতে চেয়েছিলেন মুকুলরা। তাই ৭ ই জানুয়ারি নোয়াপাড়ার প্রার্থীর নাম ঘোষণা করা হয়ে গেলেও, আটকে রাখা হয়েছিল উলুবেড়িয়া কেন্দ্রের প্রার্থীর নাম। কিন্তু মুকুলদের সেই চেষ্টাও সফল হয়নি। ফলে সংগঠনেই ভরসা রাখতে হল বিজেপিকে। প্রার্থী হলেন সন্দীপ ও অনুপম।