ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেছেন, বিদেশী মদৎপুষ্ট উগ্র সন্ত্রাসীরা রাসায়নিক হামলা সম্পর্কিত আন্তর্জাতিক তদন্তকারী দলকে সিরিয়ার দুমা শহরে প্রবেশে বাধা দিচ্ছে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দুমার সন্ত্রাসীরা এখন সেখানকার বেসামরিক নাগরিক ও আন্তর্জাতিক তদন্তকারী বিশেষজ্ঞদের জন্য হুমকি। তিনি আরো বলেন, কেউ পক্ষপাতপূর্ণ তদন্ত রিপোর্ট চায় না।
সিরিয়ার সরকারি বাহিনী গত ৭ই এপ্রিল দুমা শহরে রাসায়নিক হামলা চালিয়েছে বলে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো অভিযোগ তোলে এবং এই অজুহাতে সিরিয়ার ওপর ১৪ই এপ্রিল তারা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপরও আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা ওপিসিডাব্লিউ এবং জাতিসংঘ কর্মকর্তারা রাসায়নিক হামলার ঘটনা তদন্তের জন্য সিরিয়ায় পৌঁছেছে। বুধবার আন্তর্জাতিক এই তদন্তকারী দলের ওপর সন্ত্রাসীরা গুলি চালায়।
ওপিসিডাব্লিউ’র পরিচালক আহমেদ উজুম্চু বলেন, দুমা থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে তদন্তকারী দল। সেখানে তদন্তকরীরা ক্ষুদ্র আগ্নেয়াস্ত্রের গুলি ও বিস্ফোরণের মুখে পড়েন। ফলে তারা রাজধানী দামেস্কে ফিরে যেতে বাধ্য হন।