শান্তনু বিশ্বাস, গোপালনগরঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
১৯শে এপ্রিল রাত ১২টা নাগাদ গোপালনগর থানার অন্তর্গত সুন্দরপুর এলাকায় তৃণমূল কর্মী অজীত দেবনাথ (৫o)এবং তার স্ত্রী পদ্ম দেবনাথকে ঘুমন্ত অবস্থায় দুষ্কৃতিরা গুলি করে। এর দরুন অজীত দেবনাথের ডান পায়ে আঘাত লাগে এবং তার স্ত্রী পদ্ম দেবনাথের বাম পা জখম হয়। এরপর স্থানীয়রাই তাদের হাসপাতালে নিয়ে যান। অভিযোগ, অজীত দেবনাথকে খুন করার জন্য এই ঘটনা।
স্থানীয় সুত্রে খবর, প্রতিদিনের মত এদিনও অজীত বাবু ও তার স্ত্রী পায়ের দিকের জানালা খুলে ঘুমাচ্ছিল। হঠাৎ তীব্র শব্দে ঘুম ভেঙে যায় অজীতের পাশের বাড়ির লোকেদের ৷ তারা ছুটে এসে দেখে অজিতবাবুর ডান পায়ে আঘাত লেগে খুব রক্তপাত হচ্ছে এবং তার স্ত্রী ও যন্ত্রনায় ছটপট করছে ৷ দ্রুত তাদের বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। কিন্তু অজিতের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে কলকাতায় রেফার করেন ৷
এক্ষেত্রে অজীত দেবনাথ বলেন, আমার সাথে কারোর শত্রুতা নেই, আমি তৃণমূল কর্মী, হয়তো সেই কারনে এই ঘটনা। এদিন জানালা খোলাছিল এবং তীব্র শব্দে ঘুম ভাঙার পর বুঝতে পারি কেউ আমায় খুন করবার জন্য গুলি করেছে ৷ আমার ডান পায়ে গুলির আঘাত লেগেছে
। যদিও বর্তমানে ঘটনার তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ ৷