26 C
Kolkata
Friday, September 22, 2023
spot_img

ফের হ্যাক সুপ্রিম কোর্টের ওয়েবসাইট

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

একই দিনে দুবার হ্যাক হল সুপ্রিম কোর্টের ওয়েবসাইট। ব্রাজিলের পর এবার বাংলাদেশি হ্যাকাররা এই কাজ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই প্রথম ২৪ ঘণ্টার মধ্যে ২ বার হ্যাক হল শীর্ষ আদালতের ওয়েবসাইট।

১৯শে এপ্রিল সকাল সাড়ে ১০টা নাগাদ বিশেষ CBI আদালতের বিচারক বি এইচ লোয়ার মৃত্যু নিয়ে SIT তদন্তের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। তার কিছুক্ষণের মধ্যেই হ্যাক হয়ে যায় সুপ্রিম কোর্টের ওয়েবসসাইট। তখন ওয়েবসাইট খুললেই তাতে যে লেখা দেখাচ্ছিল সেটি হল – hacked by High Tech Brazil HackTeam । তা দেখে মনে করা হচ্ছিল এটি ব্রাজিলের হ্যাকারদের কাজ। এরপর সন্ধে ৬টা নাগাদ ফের হ্যাক হয় সাইটটি। তখন ওই সাইটে লেখা ছিল Site Under Maintenance ।

অপরদিকে, সুপ্রিম কোর্টের নিয়মানুযায়ী, কোনও মামলার বিচারের পর সেটি ওয়েবসাইটে প্রকাশ হলে তারপরই তার কপি পেতে পারেন কেউ। কিন্তু, এদিন বিচারপতি লোয়ার মৃত্যু তদন্ত নিয়ে মামলার রায় ঘোষণার পর ওয়েবসাইট খোলা যায়নি। অভিযোগ, তা সত্ত্বেও আইনমন্ত্রী রবিশংকর প্রসাদের কাছে পৌঁছে যায় এই মামলার প্রতিলিপি। কীভাবে পেলেন তিনি ওই প্রতিলিপি তা নিয়ে শুরু হয় বিতর্ক।

Related Articles

Stay Connected

0FansLike
3,868FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles