29 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

বাংলার নববর্ষে ঝাড়খন্ড সীমান্তবর্তী ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের গিধনিতে রীতিমত মানুষের মেলা

সন্দীপ ঘোষ, ঝাড়গ্রাম :

বাংলার নববর্ষে ঝাড়খন্ড সীমান্তবর্তী ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের গিধনিতে রীতিমত মানুষের মেলা। লক্ষাধিক মানুষের সমাগমে জমে উঠেছে গিধনি। গিধনি সৎতসঙ্গ আশ্রমের পরিচালনায় নববর্ষ উপলক্ষে তিন দিন ধরে চলেছে মানুষের সমাগম। প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার ভক্ত রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়ে পংক্তিভোজনে সামিল হচ্ছেন। প্রতিবছরের মতো এবারও গিধনি সৎতসঙ্গ আশ্রমের পরিচালন কমিটির সদস্যদের উদ্যোগে ১৪ থেকে থেকে ১৬ই এপ্রিল মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে বাংলার নব বর্ষ।

১৪ ই এপ্রিল সর্ব ভারতীয় পরিষদ প্রতিনিধি সঞ্জিত কুমার মজুমদার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সমবেত প্রার্থনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৫ই এপ্রিল তিনদিনের অনুষ্ঠানের সব থেকে বড় অনুষ্ঠানটি হয়। এদিন উপস্থিত হয়েছিলেন বিখ্যাত সাহিত্যিক শ্রীশ্রী ঠাকুরে ভক্ত শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এদিন সৎতসঙ্গ আশ্রমের উদ্যোগে ভোর ৫টার সময় গিধনি এলাকায় কয়েক হাজার ভক্ত কুলকে নিয়ে একটি নগর কির্তন বার হয়। নগর কির্তনের পর সমবেত প্রার্থনা, দুপুরে আনন্দবাজারে ঠাকুরের প্রসাদ গ্রহন করেন উপস্থিত বিশিষ্ট জন সহ হাজার পঞ্চাশ ভক্ত কুল। রাতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সহ আলোচনা সভা হয়। রাতে সেই সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

শেষ দিন ১৬ই এপ্রিল মাতৃ সমাগম অনুষ্ঠানে মহিলাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান হয়। তিনদিনের এই অনুষ্ঠানে প্রতিদিনই হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে নানা অনুষ্ঠানে যোগদান করেন এবং প্রসাদ গ্রহন করেন বলেও জানা যায়।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles