30 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

Murshidabad – রোদের তাপে মজুত করা বোমা ফেটে বিস্ফোরণ! স্বভাবতই আতঙ্ক ছড়াল মুর্শিদাবাদের রেজিনগরে, অপরদিকে শুরু রাজনৈতিক তরজা

Web Desk, Murshidabad, 17th April 2024: হটাৎই কাঠকলের পিছনে আচমকা বিস্ফোরণ! ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, বৈদ্যুতিক গোলযোগে ট্রান্সফর্মার ফেটে ওই শব্দ। কিন্তু, কিছু ক্ষণ বাদে আবার বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। পর পর বিস্ফোরণে স্বভাবতই আতঙ্ক ছড়ায় এলাকায়। এই ঘটনায় অভিযোগ, লুকোনো বোমা গরমের মধ্যে ফেটে গিয়েই এই শব্দের উৎপত্তি। মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকার নাজিরপুর পশ্চিমপাড়ায় একটি কাঠকলের পিছনে বিস্ফোরণ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। বিস্ফোরণের জেরে হতাহতের কোনও খবর অবশ্য নেই। তবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। বুধবার ঘটনাস্থল সরজমিনে খতিয়ে দেখতে যান তদন্তকারীরা। আরও বোমা মজুত রয়েছে কি না, খুঁজে দেখতে কাজে লাগানো হয়েছে বম্ব স্কোয়াডকে।

ভোটের দোরগোড়ায় এই বিস্ফোরণ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একদিকে যেমন তৃণমূলের অভিযোগ, লোকসভা নির্বাচনের সময় সন্ত্রাস করতেই বোমা মজুত করেছিল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। পাল্টা অপরদিকে কংগ্রেস জানিয়েছে, ‘তৃণমূলের গুন্ডাবাহিনী’ এলাকার ভোটারদের ভয় দেখাতেই বিস্ফোরক মজুত করে রেখেছে যত্রতত্র। তারা রেজিনগরের বিধায়ককেই কাঠগড়ায় তুলেছে। এই বিষয় রেজিনগর ব্লক কংগ্রেস সভাপতি মিন্টু সিংহের অভিযোগ, ‘‘কাঠকলের পিছনে রেজিনগর বিধানসভার বিধায়কের লোকজন বোমা রেখেছিল। সেই বোমাই রোদের তাপে ফেটে গিয়েছে।’’ তবে এরই পালটা মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সাংগঠনিক চেয়ারম্যান নিয়ামত শেখের অভিযোগ, ‘‘ভোটের আগে এলাকার সন্ত্রস্ত করতে এবং আইনশৃঙ্খলা প্রভাবিত করতে বোমা মজুত করছে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা।’’

Murshidabad

এখানে বলে রাখা ভাল যে সম্প্রতি মুর্শিদাবাদের সাগরপাড়া থানার চক্ররামপ্রসাদ এলাকা থেকে ব্যাগভর্তি তাজা সকেট বোমা উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সোমবার তল্লাশি চালিয়ে একটি ফাঁকা মাঠ থেকে ওই বিস্ফোরকগুলো উদ্ধার করে।

এদিকে বিস্ফোরণের তদন্তে নেমে জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বিভিন্ন রকমের বোমা। অতিরিক্ত তাপমাত্রার জন্য ‘মজুত’ করা বোমা ফাটছে। রেজিনগরের ঘটনাও তেমনই একটা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles