28 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

Ex-Chief Minister of West bengal: ভেন্টিলেশন থেকে বের করা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে

 

Web Desk, Kolkata, 1st August 2023: গত শনিবার থেকে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে নিয়ে আসা হয়। তবে এখন কেমন রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী? - সন্ধের স্বাস্থ্য বুলেটিনে কী জানাল উডল্যান্ডস হাসপাতাল।

এদিকে উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্ত হিমোগ্লোবিনের মাত্রা কম রয়েছে। আর সেই কারণেই হাসপাতালের তরফে তাঁকে রক্ত দেওয়া হয়েছে। এই বিষয় হাসপাতালের চিকিৎসদের দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফুসফুস সমস্যা রয়েছে। আর তার জন্যই শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে তাঁর সমস্যা হচ্ছে। হাসপাতালে তরফে সন্ধে থেকে তাঁকে রক্ত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক রাখার জন্যই চিকিৎসকদের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। বর্ষীয়ণ সিপিএম নেতাকে এক ইউনিট রক্ত দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles