
সোনার দাম ২৩ সেপ্টেম্বর
এমসিএক্স গোল্ড ফিচারে এদিন সোনার দাম ১.২ শতাংশ কমেছে। ফলে ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৯,৭৬৪ টাকা। মার্কিন ডলারের নিরাপত্তা নিয়ে ঝুঁকিকে কেন্দ্র করে গোটা বিশ্বে সোনার দামের প্রবল পতনের ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। আর সেই কারণেই এই সপ্তাহের শুরু থেকেই সোনার দামে কমতি দেখা গিয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!

রুপোর দাম
রুপোর দাম এদিন ফের পতনের দিকে। এক কেজিতে এদিন রুপোর দাম ৬০ হাজারের নিচে নেমেছে। ১ কেজি রুপোর নিরিখে এদিন দাম ৪ শতাংশ কমেছে। ফলে ২৩ সেপ্টেম্বর রুপোর দাম এক কেজিতে ৫৮,৮৫১ টাকা হয়েছে।

কলকাতায় সোনার দর
কলকাতায় পুজোর আগে সোনার দামে আজ একটু কমতি দেখা গিয়েছে। ২২ ক্যারেট সোনায় আজ দাম ৪৯,৩৭০ টাকা দাঁড়িয়েছে। ২৪ ক্যারেটে সোনার দাম ৫২,০৭০ হয়েছে। উল্লেখ্য, ২৪ ক্যারেটে গত কয়েকদিন ধরে সোনার দাম ৫৩ হাজার টাকার গণ্ডিতে ছিল।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে এদিন সোনার দাম ২৪ ক্যারেটে ৫২,৪৭০ টাকা রয়েছে, ২২ ক্যারেটে দক্ষিণী শহরে দাম দাঁড়িয়েছে। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৯০০০ টাকা। অন্যদিকে, মুম্বইতে ২৪ ক্যারেটে সোনার দাম ৫০ হাজার টাকা। দিল্লিতে সোনার দাম ৪৯০০০ টাকা ২২ ক্যারেটে। অন্যদিকে, ২৪ ক্যারেটে সোনার দাম রাজধানীতে ৫৩,৪৬৭০ টাকা।
(তথ্যসূত্র -গুড রিটার্নস)