Thank you for reading this post, don't forget to subscribe!
নাইট রাইডার্সের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার। আইপিএল ২০২০তে অভিযান শুরুর ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে বড় রান পাননি হিটম্যান। সিএসকের বিরুদ্ধে মাত্র ১২ রানে আউট হয়েছিলেন। এদিন অবশ্য নাইট বোলারদের বিরুদ্ধে বিস্ফোরক ইনিংস খেলে ৩৯ বলে হাফ সেঞ্চুরি হাঁকালেন।
নাইটদের ১৫.৫ কোটির পেসার প্যাট কামিন্সের প্রথম ওভারে দুটি ছক্কা হাঁকান রোহিত। মুম্বইয়ের ব্যাটিং ইনিংসে পঞ্চম ওভারে কামিন্সের দ্বিতীয় ও ষষ্ঠ বলে পুল শটে দুটি ছক্কা হাঁকান মুম্বই কাপ্তান।
আইপিএলে এটি রোহিত শর্মার ৩৭ তম হাফ সেঞ্চুরি। ২০১৯ সালে মুম্বইকে আইপিএল চ্যাম্পিয়ন করলেও রোহিতের ব্যাটে মাত্র ২টি আইপিএল হাফ সেঞ্চুরি ছিল। এবছর ১৩ তম আইপিএলের শুরুতে দ্বিতীয় ম্যাচেই প্রথম হাফ সেঞ্চুরিটি হাঁকিয়ে ফেললেন হিটম্যান।
উল্লেখ্য রোহিতের আইপিএলে কেরিয়ারের সর্বোচ্চ ১০৯ রানের ইনিংস নাইট রাইডার্সের বিরুদ্ধেই এসেছিল। ২০১২ সালে কলকাতার ইডেন গার্ডন্সে নাইট রাইডার্সের বিরুদ্ধে ১০৯ রান হাঁকিয়েছিলেন রোহিত। ইনিংসে ১২টি চার ও ৫টি ছক্কা হাঁকান হিটম্যান। রোহিতের এই রানে ভর করে মুম্বই ইন্ডিয়ান্স সেই ম্যাচে ১ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৮২ রান তুলেছিল। জবাবে কেকেআর ১৫৫ রান তুলতে পারে। মুম্বই ২৭ রানে ম্যাচ জিতেছিল।