
বিরাট নজিরের সামনে কোহলি
আইপিএলের সর্বাধিক রান সংগ্রাহক বিরাট কোহলি টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত মোট ৮৯১৪ রান সংগ্রহ করতে পেরেছেন। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আজকের ম্যাচে আর ৮৬ রান করলেই ৯ হাজার রানের মালিক হবেন টিম ইন্ডিয়া তথা আরসিবি-র অধিনায়ক। এখনও পর্যন্ত বিশ্বের তিন ক্রিকেটারের ঝুলিতে রয়েছে এই নজির।
Thank you for reading this post, don't forget to subscribe!

ডিভিলিয়ার্সের সম্ভাব্য রেকর্ড
কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আজকের ম্যাচে কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স আর একটি ছক্কা হাঁকালেই টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০টি ওভার-বাউন্ডারির মালিক হবেন। দক্ষিণ আফ্রিকার প্রথম এবং বিশ্বের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে এই নজির গড়বেন এবিডি।

কেএল রাহুলের ২ হাজার
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আজকের ম্যাচে কেএল রাহুলের করতে হবে আর ২ রান। তা করতে পারলে আইপিএলে দুই হাজার রানের মালিক হবেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক।

নজিরের মুখে স্টেইন
আর ৩ উইকেট নিলেই আইপিএলে একশো উইকেটের মালিক হবেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন। আরসিবি-র জার্সিতে আজ তিনি এই নজির গড়বেন বলেই আশা ক্রিকেট প্রেমীদের।