27 C
Kolkata
Sunday, December 3, 2023
spot_img

পুরনো কলকাতার থিমের পুজো দেখাবে জগৎ মুখার্জি পার্ক

নস্টালজিয়ায় ভর করে পুরনো কলকাতার থিমের পুজো ফিরে আসছে উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের এবছরের দুর্গা পুজোয়। থাকছে ৬১ বছর আগে সেই প্রথমবার কলকাতায় শুরু হওয়া থিমের পুজোর আদলে তৈরি পূজা মন্ডপ।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুরনো কলকাতার থিমের পুজো দেখাবে জগৎ মুখার্জি পার্ক

এক বছর আগে টাইম মেশিনের মাধ্যমে ২০০ বছর এগিয়ে চোখে আঙ্গুল দিয়ে উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো দেখিয়ে দিয়েছিল, প্রযুক্তির হাত ধরে আমরা আমরা ধ্বংসের পথে একধাপ করে এগোচ্ছি। আবার দেখানো হয়েছিল ২০০ বছর পিছিয়ে আমরা কেমন ছিলাম।

এবছর করোনা পরিস্থিতিতে বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসবের এবার পরীক্ষার সামনে। তবুও করোনা অতিমারির সামনে মাথা নোয়াচ্ছে না বাঙালির প্রাণের পুজো। তাই এবছর নস্টালজিয়ায় ভর করে পুরনো যুগের ফিরছে উত্তর কলকাতার এই পুজো কমিটি। আধুনিক গানের রিমেকের মতো এবার পুজো থিমের রিমেক হচ্ছে উত্তর কলকাতার ডাকসাইটে পুজো জগৎ মুখার্জি পার্কে। একইসঙ্গে নতুন প্রজন্ম জানতেও পারবে শহরের কলকাতায় প্রথম থিমের পুজো হয়েছিল জগৎ মুখার্জি পার্কের সেই ফিরে দেখা হবে এবছরের পুজোয়।

পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, বছর কয়েক আগে বনগাঁ লোকাল থিম করে জনবিস্ফোরণ ঘটিয়েছিলেন শিল্পী সুব্রত পাল। এবারও তিনিই রয়েছেন দায়িত্বে। ফিরিয়ে আনছে ১৯৫৯ সালের সেই প্রথম দিনের পুজোর আবহ। সেই পুজোর দায়িত্বে ছিলেন শিল্পী অশোক গুপ্ত‌। সাবেক প্রতিমা সেজে উঠেছিল প্রথমবার থিমের সাজে। বদলে গিয়েছিল প্রতিমার সাবেক রং‌। যা নিয়ে সেই সময়ে বিতর্ক হয়েছিল‌।

এবার সেই থিমেরই পুনর্নির্মাণ হবে। সেই সময়ের সাক্ষী, এই পার্কের গাছের ছাল ব্যবহার করা হবে মন্ডপ শয্যায়। পুরনো কলকাতার গন্ধ আনতে ব্যবহার করা হবে সেইসময়ে ইট।সব মিলিয়ে পুরনো ফ্ল্যাশব্যাকে ফিরবে কলকাতার জগৎ মুখার্জি পার্কের পুজো।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles