Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, ডুয়ার্স, বেঙ্গল টুডেঃ বুধবার শিলিগুড়ি ইস্কন মন্দিরের পক্ষ থেকে প্রায় ৩০০ জন ওদলাবাড়ির চা বাগানের আদিবাসী শ্রমিক ও তাদের পরিবারকে শীতের মরশুমে ঠান্ডা থেকে বাঁচতে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করলেন বিদেশী ভক্তবৃন্দ। তাঁদের এই উদ্যোগে ভীষণ খুশি মানুষজন। বিদেশী ভক্তদের সাথে হরিনাম কীর্তন শুনে মুগ্ধ হয়ে যান মন্দির প্রাঙ্গনে উপস্থিত সকলেই। কীর্তনের সাথে নাচের তালে মেতে ওঠেন সকলেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুদূর রাশিয়া থেকে আগত ভক্তবৃন্দ অচ্ছুৎ আনন্দ দাস, মিস অনুরাধা দেবী দাসী। এছাড়াও ছিলেন শিলিগুড়ি ইস্কন মন্দিরের সিও নামকৃষ্ণ দাস।
[espro-slider id=19297]