Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ সারা দেশে আজ পালিত হচ্ছে গীতা জয়ন্তী। মহা সমারোহের সাথে দেশের বিভিন্ন প্রান্তের ইসকন মন্দির প্রাঙ্গনে গীতা জয়ন্তী উপলক্ষে গীতা যজ্ঞের আয়োজন করা হয়। কথিত আছে প্রায় ৫ হাজার বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই দিনে গীতার জ্ঞান দান করেছিলেন। শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত মানবকল্যাণের যে বাণী অর্জুনকে প্রদান করেছিলেন তাই হল গীতার মূল সম্পদ।
[espro-slider id=19291]
এদিন শিলিগুড়ির ইসকন মন্দির প্রাঙ্গনে গীতা যজ্ঞের আয়োজন করা হয়েছে। দুরপ্রান্ত থেকে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মত। ভক্তদের গীতা পড়ার ভীষণ উৎসাহ দেখা গেল আজকে। গীতার সম্পূর্ণ সারাংশ সমবেতভাবে পড়া হলো আজ। ইস্কন মন্দিরের সভাপতি অখিলা আত্মা প্রিয় সূচনা করেন এবং অন্যান্য অনেক মন্দিরের ভক্তরা ছিলেন, বিশেষ করে মহিলা এবং বাচ্চাদের মধ্যেও খুব উৎসাহ দেখা যায়,তারাও গীতা পাঠ করতে উদগ্রীব ছিলেন।
[espro-slider id=19283]