Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ শিলিগুড়িতে বেসরকারি সংস্থা ব্লু আই ইন্ডিয়ার উদ্যোগে গ্রামীণ পর্যটন শিল্পকে তুলে ধরতে অনুষ্ঠিত হতে চলেছে ষষ্ঠ বার্ষিক পর্যটন মেলা। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলনে আয়োজক সংস্থার কর্ণধার সুব্রত ভৌমিক জানান শিলিগুড়ির সিটি সেন্টারে এই মেলার আয়োজন করা হয়েছে। আগামী ১৩ই ডিসেম্বর শুরু হবে এই মেলা, চলবে ১৫ই ডিসেম্বর পর্যন্ত। ভারতের বিভিন্ন রাজ্যের পর্যটন দপ্তরের স্টল থাকবে এই মেলায়। এছাড়াও এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পর্যটন ব্যবসায়ী সংগঠনের সদস্য রাজ বসু, সম্রাট সান্যাল সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।