Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ চলতি মাসের রবিবার অর্থাৎ ১৭ তারিখ শিলিগুড়ি ২৩ নাম্বার ওয়ার্ডের ডাবগ্রাম সংলগ্ন সূর্যনগর মাঠে একটি সুরা কোম্পানির তরফে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রখ্যাত সংগীতশিল্পী অনুপম রায় ও প্রখ্যাতা সংগীতশিল্পী সুনিধি চৌহান। বলা চলে শহরের হাজার হাজার শ্রোতা-দর্শক সেদিন জমায়েত হয়েছিলেন মাঠে।
[espro-slider id=19253]
মাঠে অনুষ্ঠান করার জন্য শিলিগুড়ি পৌর কর্পোরেশনের তরফে দেওয়া হয় অনুমতি, নেওয়া হয় বেশ ভারী অংকের অর্থ ভাড়া, অথচ আজ অনুষ্ঠানে পরবর্তী দ্বিতীয় দিন শেষ হতে চলল। কিন্তু মাঠের যে বেহাল দশা ধরা পড়ল আমাদের ক্যামেরায়, তা দেখে প্রশ্ন জাগছে এহেন অনুষ্ঠানের দায়িত্ব পালনে এগিয়ে অনেক সংস্থাই আসে, তবে যে ময়দানগুলি অনুষ্ঠানের জন্য ভাড়া নেওয়া হয় অনুষ্ঠান পরবর্তীকালে পরিষ্কার পরিচ্ছন্নতার দায় কার?