Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ মঙ্গলবার সকালে সেবক যাওয়ার পথে ১টি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। যার ফলে ঘটে বড়সড় বিপত্তি। উল্টে যাওয়া ট্রাকের ধাক্কায় অন্য ২টি গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়। ১টি গাড়ি পড়ে যায় তিস্তার খাদে। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে শিলিগুড়ি সিকিম-ডুয়ার্স সড়কের যোগাযোগ ব্যবস্থা। বিঘ্নিত যানচলাচল। দুর্ঘটনায় আহত হয়েছে ৫ জন। এরই মধ্যে গুরুতর জখম ৩ জনকে নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়িতে।
[espro-slider id=19245]