Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ শিলিগুড়ি শহরের মাটিগাড়া থানার অন্তর্গত মেডিকেল মোড়ে বুধবার ভোরে আনুমানিক ৩টে থেকে ৩.৩০টে নাগাদ ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে যায় পর পর ৪টি দোকান। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হলে ২টি ইঞ্জিন এসে প্রায় ১ঘন্টার যুদ্ধকালীন তৎপরতার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। জানা গেছে এই অগ্নিকাণ্ড গ্রাস করে পর পর ২টি জুতোর দোকান, ১টি ফুলের দোকানকে। আংশিকভাবে পুড়েছে ১টি মিষ্টির দোকান। প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন এক কর্মচারী। চারটি দোকানের মালিক হরিপ্রসাদ ভান্ডারী এহেন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
[espro-slider id=19262]