29 C
Kolkata
Thursday, July 25, 2024
spot_img

শিলিগুড়ি উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের পক্ষে আয়োজন সপ্তাহব্যাপী বিজ্ঞান ভিত্তিক চলচ্চিত্র উৎসবের

 

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ বিখ্যাত জার্মান প্রকৃতিবিজ্ঞানী ও অনুসন্ধানকারী আলেকজান্ডার ভন্ হামবোল্টের ২৫০তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে শিলিগুড়ি উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের পক্ষে আয়োজন করা হয় "হামবোল্ট অ্যান্ড দ্য ওয়েব অফ লাইফ" নামে সপ্তাহব্যাপী বিজ্ঞান ভিত্তিক চলচ্চিত্র উৎসবের। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক তথা মেয়র অশোক ভট্টাচার্য। এছাড়াও মঞ্চ অলংকৃত করেন জ্ঞানজ্যোতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ মলয় কান্তি করঞ্জাই এবং অল্ ইন্ডিয়া রেডিও আকাশবাণীর প্রোগ্রাম এক্সিকিউটিভ ডঃ মানস প্রতীম দাস।

[espro-slider id=19233]

এই বিজ্ঞান ভিত্তিক চলচ্চিত্র উৎসবে, মোট ১৫০ জন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে শিলিগুড়ির কনসার্ন নামে এক অনাথ আশ্রমের কচিকাঁচাদের আজ প্রাথমিক পর্যায়ে বিজ্ঞান ভিত্তিক চলচ্চিত্র দেখানো হয়। এই উৎসব আগামী ২০শে নভেম্বর, ২০১৯ পর্যন্ত চলবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles