Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ শহর শিলিগুড়ির বাঘাযতীন পার্ক সংলগ্ন এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম থেকে স্কিমার উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রবিবার ওই এটিএমে এক ব্যক্তি টাকা তুলতে এলে স্কিমারটি পড়ে থাকতে দেখে সেটি নিয়ে এক দোকানে নিয়ে যান। দোকানদার বুঝতে না পেরে জিনিসটি সন্দেহপূর্বক ইন্টারনেটে সন্ধান করে জানতে পারেন এটিএম কার্ডকে হ্যাক করার জন্য এই স্কিমার ব্যবহৃত হয়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় শিলিগুড়ি থানার পুলিশকে। পুলিশ এসে স্কিমারটি উদ্ধার করে নিয়ে যায়। জানা যায়, স্কিমারটি নকল। আসল স্কিমার যন্ত্রের ওপর অর্থাৎ এটিএম মেশিনের যেখানে কার্ড সোয়াইপ করা হয় সেই কার্ড রিডারের ওপরে বসানো ছিল। ঠিক কি কারণে আর কে বা কারা এমন ঘটনাটি ঘটালো তা খতিয়ে দেখছে পুলিশ।