Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ রবিবার নর্থবেঙ্গল সায়েন্স সেন্টারে পালিত হল আন্তর্জাতিক বিজ্ঞান কেন্দ্র ও বৈজ্ঞানিক সংগ্রহশালা দিবস। মূলত এই প্রোগ্রামটি পালিত হয় স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে। অনুষ্ঠানের শুরুতে নর্থবেঙ্গল সায়েন্স সেন্টারের এডুকেশন অফিসার বিশ্বজিৎ কুন্ডু এই দিনটির তাৎপর্যতা উপস্থিত সকলের সামনে ব্যাখ্যা করেন। এছাড়াও সমাজে প্রত্যেকটি স্তরে সঠিকভাবে বিজ্ঞান ব্যবহারের দৃষ্টিকোণ গুলিকে তুলে ধরতে উদ্বুদ্ধ করেন। এরপর তরল নাইট্রোজেন নিয়ে ছাত্রছাত্রীদের সামনে অভিনব পদ্ধতিতে কিছু নতুনত্ব পরীক্ষা নিরীক্ষা করে তার ওপর সবিস্তার আলোচনা ও আলোকপাত করেন নর্থবেঙ্গল সায়েন্স সেন্টারের এডুকেশন অফিসার অভিক ব্যানার্জী, যার মূল বিষয় ছিল ” সুপার কুল এক্সপেরিমেন্ট”।
[espro-slider id=19197]
এছাড়াও অনুষ্ঠানে রোবোটিক্স, ইলেক্ট্রনিক্স, রসায়ন ইত্যাদি নিয়ে ছাত্রছাত্রীদের নতুন নতুন বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া হয়। “গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ” বিষয় নিয়ে একটি সায়েন্স ফিল্ম শো এবং “পরিবেশ ও জীববৈচিত্র” বিষয়ের ওপর ছাত্রছাত্রীদের নিয়ে অডিও ভিজ্যুয়াল ক্যুইজের আয়োজন ছিল মূল আকর্ষণ। অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী জয়ী ছাত্রছাত্রীদের পুরষ্কৃত করা হয়।