ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ বৃহস্পতিবার রাতে নকশালবাড়ি ও বাগডোগরা মধ্যস্থ এশিয়ান হাইওয়ে ২তে রাস্তা পার হতে যাওয়ার সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা মারল এক হস্তী শাবককে। খানিকটা দূরে গিয়ে পড়ে যায় শাবকটি। এই দেখে পাশে থাকা মা হস্তিনীটি খুব ক্ষিপ্ত হয়ে গাড়িটি লক্ষ্য করে আক্রমণ করে। গাড়িতে উপস্থিত ২ আরোহী ঘটনায় জখম হয়। হস্তিনীটি রাস্তার অন্যান্য গাড়ির ও পথচারীদের ওপর ক্ষিপ্ত হয়ে আক্রমণ করতে থাকে।
[espro-slider id=19181]
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বনদপ্তরকর্মীরা। তাঁরা জানান, শাবকটি গুরুতরভাবে জখম হয়েছে। ঘুমপাড়ানি গুলির মাধ্যমে অজ্ঞান করিয়ে শাবকটির চিকিৎসা শুরু করা হয়েছে। পায়ে বেশি চোট পেয়েছে বলে কর্মীরা জানান। ২ থেকে ৩ দিন শাবকটিকে পর্যবেক্ষণে রাখা হবে যাতে তার শরীরে ওষুধগুলো সঠিকভাবে ক্রিয়া করে তাকে সুস্থ করে তোলে। মা হস্তিনীটি এখনো পর্যন্ত তাঁর শাবকের খুব কাছাকাছি বিচলিত হয়ে ঘোরাঘুরি করছে।