Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ শিলিগুড়ির অদূরে মাটিগাড়াতে অবস্থিত এক নার্সিংহোমে তৃণমূল পঞ্চায়েত প্রধান ভবতোষ মন্ডলের ছেলে শ্রেয়ান মন্ডলের মৃত্যুকে ঘিরে ব্যাপক ভাঙচুর চালায় পঞ্চায়েত প্রধানের স্বজনেরা। তাদের অভিযোগ চিকিৎসার গাফিলতিতে মারা গেছে শ্রেয়ান। অভিযোগ তোলা হয়েছে নার্সিংহোমের বিরুদ্ধে।
[espro-slider id=19157]
সূত্রের খবর, বৃহস্পতিবার খরিবাড়ি স্থিত বাতাসিতে ট্রাক্টরের ধাক্কায় গুরুত্ব জখম শ্রেয়ানকে তৎক্ষণাৎ শিলিগুড়ির এই নার্সিংহোমে ভর্তি করা হয়। সঠিক চিকিৎসা না পাওয়ার জন্য রবিবার সকালে শ্রেয়ানের মৃত্যু হয়। এরপর প্রধানের বাড়িতে খবর দেওয়া হলে বচসা, হাতাহাতি থেকে শুরু করে শেষে ভাঙচুর করা হয়। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে খবর দেওয়া হয় মাটিগাড়া থানায় পুলিশকে। বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি র্যাফ মোতায়েন করা হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক অবস্থায় এলেও আবহাওয়া এখনও গরম।