Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্তার ওপর একদল দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে শহর শিলিগুড়িতে এদিন বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে ধিক্কার মিছিল বের করা হয়। জানা যায়, মঙ্গলবার সকালে কালিংপঙ সংলগ্ন সিঙ্গি এলাকার এক স্কুলের অনুষ্ঠানে তিনি যোগদান করতে যাওয়ার পথে রাস্তায় তাঁর গাড়িকে লক্ষ্য করে আক্রমণ করে একদল যুবক। আটকে দেওয়া হয় সাংসদের গাড়ি। এহেন ধস্তাধস্তিতে আহত হয় সাংসদের ব্যক্তিগত সহকারী সহ আরও কয়েকজন।