Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, জলপাইগুড়ি, বেঙ্গল টুডেঃ শুক্রবার সকালে ক্যারন ও বানারহাটের মাঝে ধরনীপুরের কাছে আপ ধূবরি ইন্টারসিটি এক্সপ্রেসের ধাক্কায় গুরুতর জখম হয় পূর্ণ বয়স্ক এক বুনো হাতি। ধাক্কা লেগে হাতিটির কোমড় ভেঙে যাওয়ায় চলার ক্ষমতা হারিয়েছে।
[espro-slider id=18837]
ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বনকর্মীদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে হাতিটির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হাতি ও ট্রেনের সংঘর্ষের ফলে ট্রেনের ইঞ্জিনেরও ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
[espro-slider id=18840]