ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ বিশ্বব্যাপী আজকের দিনটি পালন করা হয় বিশ্ব পর্যটন দিবস হিসেবে। পশ্চিমবঙ্গে এই দিনটি পালনে তৎপর হয় রাজ্য পর্যটন দপ্তর। তাই শুক্রবার সকালে রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব নিউ জলপাইগুড়ি স্টেশনে আগত সকল পর্যটকদের নিজের হাতে পুষ্প ও চকোলেট দিয়ে তাদেরকে আপ্যায়ন করেন। সকালে স্টেশনের এই চিত্র চোখে পড়ার মতো।
[espro-slider id=18845]