Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডে: বিশ্ব পর্যটন দিবসে, প্রতি বছরের ন্যায় এবছরও, দার্জিলিং হোমস্টে ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়। এই র্যালি দার্জিলিংয়ের চৌরাস্তা থেকে শুরু করে শিলিগুড়ি সিটি সেন্টারের কাছে এসে সমাপ্ত হয়। অনুষ্ঠানের পোশাকি থিম ছিল “সেফ ড্রাইভ, সেভ লাইফ” ও “প্লাস্টিক মুক্ত পরিবেশ”। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমরনাথ কে. সুপারিনটেনডেন্ট অব পুলিশ (দার্জিলিং), প্রাক্তন বিধায়ক অমর সিং রাইয়ের পাশাপাশি কমলেশ রাই ও প্রশান্ত রাজ। তাঁরা সকলে অনুষ্ঠানের প্রাক্কালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন।
[espro-slider id=18891]
এই অনুষ্ঠানের সমন্বয়ক হিসেবে হোমস্টের পক্ষে উপস্থিত ছিলেন সুভাষ ছেত্রী, সুব্রত তামাং, নীলিমা তামাং, দীপঙ্কর প্রধান এবং প্রশান্ত রাজ প্রধান।