Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ ফুলবাড়ী ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাটমানি, দালালচক্র, ভুটান ট্রাক ওভারলোড বন্ধ এবং ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বোল্ডার রপ্তানির সুযোগ দেওয়ার দাবিতে প্রতিবাদ জানিয়ে ফুলবাড়ী বাজারে অবস্থান বিক্ষোভ দেখায়। এরপর সকলে একত্রিত হয়ে কাস্টম কর্তৃপক্ষের কাছে এক স্মারকলিপি প্রদান করে। পাশাপাশি ভুটানের গাড়ি বন্ধ করে দেওয়া হয়। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ফুলবাড়ী সীমান্তের স্থলবন্দর। প্রত্যেক সদস্যরা এই অবস্থান বিক্ষোভে অনড় থেকে জানান, যদি তারা সঠিকভাবে ব্যবসার সুযোগ না পান তাহলে তারা অনশন করবেন এবং ভিন্ন আন্দোলনে যাবেন।