ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা ‘স্বরাজ নন্দিনী’ শহর তথা সমাজের বুকে পিছিয়ে পরা, অবহেলিত শিশুদের নিয়ে নানারকম সৃজনশীল কাজকর্ম করে থাকে প্রতিবছরই। তাই সংস্থার উদ্যোগে এবছর পতিতা পল্লীর শিশুদের সাথে এক অনাথ আশ্রমের এবং কিছু প্রতিবন্ধী ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে দুর্গোৎসবের ষষ্ঠীর দিনে পূজা পরিক্রমা করানো হবে। শুধু তাই নয়, বিচারকের আসনে থাকবে এই ক্ষুদেরাই। তাদের নির্বাচিত পুজো গুলিকে পুরস্কৃত করবে ‘স্বরাজ নন্দিনী’। এর জন্য ক্ষুদেদের সংস্থার পক্ষ থেকে টুপি, পরিচয় পত্র, খাদ্য ও উপহার দেওয়া হবে।
[espro-slider id=18807]
‘স্বরাজ নন্দিনী’ বিগত ৪ বছর ধরে মীনাক্ষী দাসের উদ্যোগে এই ধরনের কাজ করে চলেছে। এই সংস্থার সাথে বিভিন্ন পেশায় যুক্ত সভাপতি অনিন্দিতা বড়ুয়া, সোনালী ভাদুড়ী, কাঞ্চন ঘোষ সহ মোট ১৮ জন সদস্যের সহযোগিতায় স্বরাজ নন্দিনী এগিয়ে চলেছে। সংস্থার পক্ষ থেকে সকলের নিকট আর্জি জানানো হয়েছে যে, কেউ এসে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সমাজে অবহেলিত পতিতা পল্লীর ছোট ছেলে মেয়েদের জন্য ভালো কিছু উপহার তুলে দেওয়া যেতে পারে এবং পাশাপাশি তাদের পড়াশোনা ও অন্যান্য সৃজনশীল কর্মে উদ্বুদ্ধ করে তোলার অঙ্গীকারবদ্ধ হওয়া যেতে পারে। শুধু শিলিগুড়ি নয় কলকাতার সোনাগাছির ছোটদের নিয়ে সোনালী ভাদুড়ীর উদ্যোগেও এই পরিক্রমা করা হবে।