ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ “খোকা আসবে বলে আর আসলো না। ছেলে ফিরবে বলে আর ফিরলোনা। বাবা পূজায় নতুন জামা আনবে কথা দিয়েছিল ছোট্ট সোনাকে সেটা আর হল না। মা বসেছিল ছেলের পথ চেয়ে, অর্ধাঙ্গিনী ছিলেন অপেক্ষায়। অপেক্ষা অধরাই থেকে গেল”। এমনই কারোর ছেলে, কারোর বাবা ও কারোর স্বামী। বৃহস্পতিবার শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকা তথা মেডিকেল মোড়ে পুজোর বাজার সেরে বাড়ি ফিরে যাওয়ার সময় বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় বাগডোগরা বিমানবন্দরের বিশ্ব বাংলা স্টলের এক কর্মীর। ঘটনার পর বেশ কিছুক্ষন ওই স্থানেই রক্তাক্ত অবস্থায় বাইক নিয়ে পড়ে ছিলেন তিনি। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকাতে। স্থানীয়দের অনুমান মৃত ব্যক্তির ব্যাগ থেকে নতুন জামা কাপড় রাস্তায় ছড়িয়ে পড়ে। সম্ভবত পুজোর কেনাকাটা সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা। পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। ব্যক্তির বাইকের নম্বর দেখে পরিচয় জানার চেষ্টা শুরু করেছে পুলিশ।