Tuesday, March 28, 2023
spot_img

জলপাইগুড়িতে জন্মাষ্টমী উপলক্ষে কাদা খেলায় মেতে উঠলো কচিকাঁচারা

 

ভাস্কর চক্রবর্তী, জলপাইগুড়ি, বেঙ্গল টুডেঃ জন্মাষ্টমী উপলক্ষে কাদা খেলায় মেতে উঠলো কচি কাঁচারা। এদিন জন্মাষ্টমী উপলক্ষে কাদা খেলার আয়োজন করে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের জামাদারপাড়া এলাকার হরি মন্দির কমিটি। ছোট থেকে বড় সকলেই এই কাদা খেলায় অংশগ্রহণ করে। বিগত ৫৭ বছর ধরে জামাদারপাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে কাদা খেলা হয়ে আসছে বলে জানা যায় মন্দির কমিটির পক্ষ থেকে।

[espro-slider id=18507]

হরিমন্দির কমিটির অন্যতম প্রবীণ সদস্য দেবেন্দ্রনাথ রায় বলেন, প্রতিবছর তিন দিনব্যাপী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করা হয় এখানে। কাদা খেলাও হয়। প্রচুর মানুষ এই উৎসবে অংশগ্রহণ করেন। বিশেষ করে ছোট ছোট ছেলেরা এই কাদা খেলায় বেশি আনন্দ উপভোগ করে। উত্তরবঙ্গে জন্মাষ্টমীর পুণ্য তিথিতে কাদা খেলার পাশাপাশি নারকেল খেলা, দধি-হাঁড়ি খেলা প্রমুখের চল এখনও দেখা যায় চোখে পড়বার মতো।

Related Articles

Stay Connected

0FansLike
3,752FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles