ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ প্রতিবারের মতো এবারেও শহর শিলিগুড়ির ইস্কন মন্দিরে মহাধুমধামের সাথে পালিত হল ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। এদিন সকাল দশটা নাগাদ কচিকাঁচাদের নিয়ে শুরু হয় বসে আঁকো প্রতিযোগিতা। এছাড়াও ছিল যেমন খুশি সাজো প্রতিযোগিতা।
[espro-slider id=18499]
সন্ধ্যার সময় শুরু হয় সন্ধ্যারতি, পুষ্পাঞ্জলি মাধ্যমে পালন হয় কৃষ্ণে জন্মতিথি মহোৎসব। জন্মাষ্টমীর পাবন সন্ধ্যায়, মন্দির প্রাঙ্গনে ভক্তদের ঢল এবং মন্দির চত্বরে বাবা-মায়েদের কোলে নটখট গোপালের বেশভূষায় খুদেদের সাঁজ ছিল নজর কাড়ার মতো।
You May Share This