Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ বিশ্ব চ্যাম্পিয়নশিপে একতরফা ফাইনাল! না দেখলে বিশ্বাস হবে না। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে, যেন নিজেকেও ছাপিয়ে গিয়ে আজ প্রথম ভারতীয় হিসেবে ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়ন খেতাব অর্জন করলেন পুরসেল্লা ভেঙ্কট সিন্ধু। ফাইনালে প্রথম সেট ২১-৭ ব্যবধানে জেতেন ভারতের এক নম্বর শাটলার। দ্বিতীয় সেটেও একই ছবি। ফাইনালে জাপানের নাজোমি ওকুহারাকে স্ট্রেট সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন তিনি। বাসেলে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামার আগে বেশ কিছুটা চাপে ছিলেন সিন্ধু। কারণ এর আগে বেশ কয়েকটি টুর্নামেন্টের ফাইনালে উঠে হারতে হয়েছে তাঁকে। কখনও স্পেনের ক্যারোলিনা মারিন, তো কখনও জাপানের নাজোমি ওকুহারা, সেকেন্ড হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল সিন্ধুকে।
কিন্তু রবিবার, প্রতিপক্ষ ওকুহারাকে দাঁড়াতেই দেননি তিনি। ওকুহারার বিরুদ্ধে এ দিন লম্বা র্যালির স্ট্রাটেজিতে খেলছিলেন সিন্ধু। আর এই লম্বা র্যালি খেলার ফলেই ক্লান্ত হয়ে পড়েন ওকুহারা।এই টুর্নামেন্টের আগে পর পর দু’বার ফাইনালে উঠে হেরে গিয়েছিলেন সিন্ধু। ২০১৭-তে হেরেছিলেন এই ওকুহারার কাছেই। ২০১৮-তে হারেন স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে। ১০১৯-এও কি হেরে গিয়ে ‘চোকার্স’ হবেন সিন্ধু, ফাইনালে ওঠার পরও অনেকেই এই উদ্বেগে ছিলেন। কিন্তু এদিন শুরু থেকে যে খেলাটা খেললেন, তাতে কোনও সময়ই দাঁড়াতে পারেননি প্রতিপক্ষ ওকুহারা। এই প্রথম কোনও ভারতীয় শাটলার ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়ন হলেন। এই নিয়ে বিশ্বচ্যাম্পিয়নশিপে পাঁচটি মেডেল জিতলেন সিন্ধু যা কোনও মহিলা ব্যাডমিন্টন প্লেয়ারের পক্ষে সর্বোচ্চ।