19 C
Kolkata
Thursday, December 7, 2023
spot_img

শিলিগুড়িতে যুব মোর্চার বাইক র‍্যালি, পুলিশের বাঁধা বিজেপির কার্যকর্তাদের

 

Thank you for reading this post, don't forget to subscribe!

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ অনুচ্ছেদ ৩৭০ এবং ৩৫এ প্রত্যাহারের সমর্থনে বৃহস্পতিবার গোটা রাজ্যজুড়ে বিজেপির তরফে বাইক র‍্যালির আয়োজন করা হয়। ব্যতিক্রম নয় শহর শিলিগুড়িও। এদিন শিলিগুড়ির সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকেও আয়োজন করা হয় বাইক র‍্যালির। বলাবাহুল্য এই র‍্যালি শহরের বিভিন্ন প্রাণকেন্দ্র স্থানগুলি যেমন পানিট্যাঙ্কি মোড়, বিধান রোড দিয়ে পরিক্রমা করে হাসমিচকে পৌঁছলে সেখানে পুলিশ তাদের বাঁধা দেয়। পুলিশের বাঁধায়, র‍্যালির কার্যকর্তারা হাসমিচকে রাস্তার ওপর বসে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করলে, পুলিশের অতি তৎপরতায় সেই কার্যক্রমও বাঞ্চাল হয়। গ্রেফতার করা হয় যুব মোর্চার জেলা সভাপতি কাঞ্চন দেবনাথ সহ ১৭জন বিজেপি সমর্থকদের।
[espro-slider id=18458]
দুপুরে যুব মোর্চার সমন্বয়কদের কাঞ্চন দেবনাথ সহ ১৭জনকে মুক্তির দাবীতে শিলিগুড়ি থানার সামনে স্লোগান দিতে শোনা যায়। পুলিশ তরফে জানা যায়, শিলিগুড়ির পুলিশ সদাই তৎপর। সব পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত। শিলিগুড়ির সাধারণ জনজীবনে যাতে সরাসরি কোনো আঘাত না আসে তা দেখতেই পুলিশ।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles