Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, জলপাইগুড়ি, বেঙ্গল টুডেঃ জলপাইগুড়ি জেলার ওদলাবাড়ির তারঘেরা রেঞ্জ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক প্রাপ্ত বয়স্ক দাঁতালের। সূত্রের খবর, হাতিটি মেচবস্তি থেকে বেরিয়ে গাজলডোবার আপালচাঁদ রিজার্ভ ফরেস্ট দিকে যাচ্ছিল এবং বুধবার রাতই হাতিটিকে সংশ্লিষ্ট এলাকায় দেখা যায়। বৃহস্পতিবার সকালে একটি গাছের ডাল ধরতে গিয়ে সমান উচ্চতায় থাকা বিদ্যুতের হাই-টেনশন তার ছুঁয়ে ফেললে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়। উল্লেখ্য, হাতিটির বামদিকের একটি দাঁতই ছিল কেবলমাত্র। বনদপ্তর সূত্রে জানা যায়, মৃত হাতিটির শুঁড়ে পুড়ে যাওয়ার ক্ষত বর্তমান। হাতিটির ময়নাতদন্তের পর তাঁর মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়।