Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ সাংবাদিকতাকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে গণ্য করা হয়। সেই সাংবাদিকতা করতে গিয়ে বারংবার হেনস্থা এমনকি মারধরের খবরও সামনে চলে এসেছে। খবর সংগ্রহ করতে গিয়ে পুরুষ কিংবা নারী সকল স্তরের সাংবাদিকদের নানাভাবে হেনস্থার শিকার হতে হয়েছে সলিল সময়ে। শারীরিক হেনস্থারও শিকার হতে হয় মহিলা সাংবাদিকদের। সেই মহিলা সাংবাদিকদের সুরক্ষার কথা মাথায় রেখে কিভাবে এমন বিকট পরিস্থিতিতে নিজেরদের আত্মরক্ষা করা যায়, সেই বিষয়ে সোমবার শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাব আয়োজন করে এক আত্মরক্ষা সম্বন্ধীয় কর্মশালার।

সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের হলঘরে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় শিলিগুড়ির বিভিন্ন সংবাদপত্র-পত্রিকার একাধিক মহিলা সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এদিনের এই কর্মশালায় মহিলা সাংবাদিকদের আত্মরক্ষায় বিষয় নানারকম কৌশল শেখানো হয়। আলিপুরদুয়ার জেলার ব্লাকব্যাল্ট প্রাপ্ত সপ্তপর্ণী চক্রবর্তীর নেতৃত্বাধীনে এদিনের শিবির পরিচালিত হয়। এছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সম্পাদক অংশুমান চক্রবর্তী সহ ক্লাবের অন্যান্য সদস্য-সদস্যাবৃন্দ।