Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ সীমান্তবর্তী এলাকা থেকে পাচার হওয়ার সময় আটক হওয়া গবাদি পশুগুলো অর্থাৎ মোষ, গরু, উটকে পাঠিয়ে দেওয়া হয় খোয়ারে। খোয়ার অর্থে যেখানে সরকারি উপায়ে একসাথে গবাদি পশু রাখা হয়। এমনই খোয়ারের দেখা মিলল শিলিগুড়ির ফুলবাড়িতে আমাই দিঘির কাছে। এটি একটি সরকারি খোয়ার। রাস্তার ওপর বেঁধে রেখেছে আটক হওয়া পশুগুলো। রোদ, ঝড়, জলে খোলা আকাশের নীচে সারাবছর এই ভাবেই পড়ে আছে অবলা প্রাণীগুলো।
[espro-slider id=18370]
এখানে কোনো ছাউনি বা শেডের ব্যবস্থা নেই। নামেই সরকারি খোয়ার। ২-৩ দিন আগে ২টি গরু মারা যায় না খেতে পেয়ে। জানা গেছে গরু ২টো জখমও ছিল। ঠিক মত চিকিৎসার ব্যবস্থাও নেই। চরম খাদ্য সঙ্কটে থাকে এই পশুগুলো। খোয়ারের মালিক অসহায় ভাবে জানিয়েছে, উপায় নেই বলেই খোলা আকাশের নীচে রাখতে হয়। জায়গা কম তাই রাস্তায় বেঁধে রাখতে হয়। এছাড়াও যে পশুগুলো হয় সরকারি নিয়মে তা নিলাম হয়। যেগুলো পড়ে থাকে তাদের খাবার জোগাতে সমস্যার সম্মুখীন হতে হয়। অবলা পশুগুলোর এমন দুরাবস্থা দেখে পশুপ্রেমী সংগঠনগুলোর তরফ থেকে এদের যত্ন ও উপযুক্ত নজরদারির দাবি করা হয়েছে।