ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ শিলিগুড়ির বিধান মার্কেট চত্বরের অবৈধ দোকান ভাঙ্গতে নোটিশ টাঙ্গিয়ে দেওয়া হল। তিন দিনের মধ্যে ওই অবৈধ নির্মাণ ব্যবসায়ীদের তরফেই ভেঙ্গে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে অন্যথায় এসজেডিএ নিজেরাই উদ্যোগী হয়ে প্রশাসনকে সঙ্গে নিয়ে তা ভেঙে দেবে বলে জানানো হয়েছে। অপরদিকে, এই নোটিশ পড়ার সঙ্গে সঙ্গে অবশ্য ব্যবসায়ী সমিতি নিজেদের মধ্যে বৈঠক বসেছে। তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে তা সঠিক করতে পাশাপাশি এই ঘটনার প্রেক্ষিতে বড়োসড়ো সংঘাতের সম্ভাবনা সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। এতদিন পাশে থাকলেও এই মুহূর্তে তাদের সঙ্গে থাকছেন না ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুশ্রী পাল। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আইনি পথে যা হওয়ার তা হবে আমরা কোনোরকম বেআইনি কাজের সঙ্গে থাকব না।

প্রসঙ্গত, দু’দিন আগে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব এই এলাকায় নির্মাণ হচ্ছে বলে খবর পেয়ে সেই নির্মাণ কাজ সরজমিনে তদারকি করতে আসেন। সাম্প্রতিককালে, সাতটি দোকান পুড়ে গিয়েছিল, সরকারি মহলের থেকে ওই সাতটি দোকান পুনঃনির্মাণের সায় দেওয়া হয়। কিন্তু সেই জায়গায় কুড়িটি দোকান তৈরি করা হয়েছে তাঁর ওপরে ছাদ দিয়ে আরও একটি ঘর তৈরি করা হচ্ছিল যা সম্পূর্ণ বেআইনি এবং এসজেডিএ কোনো অনুমতি না নিয়েই। এই দেখে তীব্র ক্ষোভে ফেটে পড়েন মন্ত্রী এবং তৎক্ষণাৎ ভেঙে ফেলার নির্দেশ দেন। তার নির্দেশের পরপরই এই নোটিশ দেওয়া হয়েছে।