Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ শিলিগুড়ি শহরের বর্তমান ট্রাফিক অবস্থা নিয়ে মৈনাক ট্যুরিস্ট লজে জরুরী ভিত্তিতে বৈঠক ডাকলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব।

প্রসঙ্গত, শহরে পারমিট বিহীন টোটো প্রধান সড়কগুলোতে চলাচল ও পার্কিং মুক্ত করতে, বর্ষার পর ফুটপাত গুলো চলাচলের ব্যবস্থা ও ঢেলে সাজানো সহ বাগরাকোটের বাসস্ট্যান্ড শহরের বাইরে কোন সরকারি জায়গায় সরিয়ে নেবার এবং তেনজিং নোরগে বাস টার্মিনালকে অত্যাধুনিক রূপদান দিতে এইদিনের বৈঠক।

এই বৈঠকে মন্ত্রী সহ উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের সেক্রেটারি ও কমিশনার, দার্জিলিং জেলার ডি এম, শিলিগুড়ির এস.ডি.ও, এম.ডি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, ডি.সি শিলিগুড়ি ট্রাফিক, সেক্রেটারি শিলিগুড়ি পুরনিগম সহ অন্যান্যরা।