Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, জলপাইগুড়ি, বেঙ্গল টুডেঃ বিগত টানা বর্ষার জেরে উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে বাড়ল জলস্তর। মহানন্দা, জলঢাকা, মানসাঁই, তিস্তা নদী তাদের মধ্যে অন্যতম। তবে ভারী বর্ষণের জেড়ে তিস্তার জলস্তর এতটাই বেড়েছে যে প্রশাসনের পক্ষে জারি করা হয়েছে লাল সর্তকতা। পাশাপাশি অন্যান্য নদীগুলিতে জারি হলুদ সর্তকতা। জলমগ্ন হয়ে রয়েছে প্রচুর এলাকা।
[espro-slider id=18328]
এদিন তিস্তায় ব্যারেজ থেকে ৩৫০০ কিউমেক জল ছাড়া হয়। প্রসঙ্গত, তিস্তার জল আরো বৃদ্ধি পাবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে, তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ। অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে তিস্তার পার্শ্ববর্তী জলমগ্ন এলাকার বসবাসকারীদের নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়ার কাজ দ্রুতগতিতে শুরু করেছে।