ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ শহর জুড়ে নেপালি থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের তথা সরকারি ও বেসরকারি স্তরের পক্ষ থেকে আয়োজন করা হয় আদি কবির স্মরণ সভা।

এদিন শিলিগুড়ি ভানু জয়ন্তী সমারোহ সমিতির উদ্যোগে শহরের দীনবন্ধু মঞ্চে আয়োজন করা আদি কবির স্মরণ সভা। সেখানে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবকে আচার্য ভানু ভক্তের ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্যের পর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন ও অনুষ্ঠানের শুভসূচনা করতে দেখা যায়। এছাড়াও ভানুভক্ত জয়ন্তী সমিতির পক্ষ থেকে স্থানীয় হিলকার্ট রোড স্থিত আদি কবির মূর্তিতে মাল্যদান ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ দিনটিকে পূর্ণ সম্মানে উদযাপন করা হয়। এছাড়াও আচার্যের স্মরণে বের করা হয় শোভাযাত্রা; যা শহরের বিভিন্ন পথ অতিক্রম করে।
[espro-slider id=18404]
ব্যতিক্রম ছিল না শহরের জার্নালিস্ট ক্লাবও। এদিন জার্নালিস্ট ক্লাবের পক্ষে আয়োজন করা হয় আদি কবির স্মরণ সভা। এই স্মরণসভায় আদি কবির ছবিতে পুষ্পার্ঘ্যের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ক্লাব প্রাঙ্গণেই আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এদিনের অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক অংশুমান চক্রবর্তী ও সভাপতি প্রমোদ গিরি সহ উপস্থিত ছিল ক্লাবের অন্যান্য সাংবাদিক সদস্য ও সদস্যারা।