Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ সম্প্রতি বিধান মার্কেটে আগুন লেগে যে সমস্ত দোকান পুড়ে গিয়েছিল, সেই দোকান গুলোর মালিকরা সেই সময় গৌতম দেবের সাথে কথা বলে ওই স্থানেই দোকান তৈরির আর্জি জানিয়ে ছিলেন। মন্ত্রীও তাই নির্দেশ দেন। কিন্তু উনি ঠিক যেমন করে বানাতে বলেছিলেন সেই মত কাজ না হওয়ায় ক্ষুব্ধ হন।
[espro-slider id=18314]
আজ এলাকা পরিদর্শন করতে গিয়ে কাজের এমন গতিবিধি দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি। তাঁর নিয়ম মত দোকান নির্মাণ হয়নি। তিনি জানান এগুলো সমস্ত বেআইনি ভাবে তৈরি করা হয়েছে। দোকান গুলো ভেঙে ফেলার নির্দেশও দেন। মন্ত্রী বলেন শহর শিলিগুড়িতে একের পর এক কোটি কোটি টাকার বেআইনি নির্মাণ হচ্ছে। তার জন্য সাধারণ মানুষের কাছে অনেক কথা শুনতে হচ্ছে। যা মেনে নেওয়া সম্ভব না। যারাই এই সমস্ত কাজ কর্ম করছে তাদের প্রয়োজনে শাস্তি দেওয়া হবে।